বালুরঘাটে মহাসমারোহে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস - Bangla Hunt

বালুরঘাটে মহাসমারোহে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

By Bangla Hunt Desk - April 07, 2021

বালুরঘাট ; বালুরঘাট জেলা বালিকা বিদ্যালয়ের উদ্যোগ ও এনএসএস ইউনিটের ব্যবস্থাপনায় মহাসমারোহে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২১ । প্রতি বছর ৭ এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেল্থ ডে। স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুষ্টু স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই দিনটি পালিত হয়ে আসছে। পাশাপাশি স্বাস্থ্য ও স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আলাপ-আলোচনা করাও এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। স্বাস্থ্য ও নানান সমস্যা সম্পর্কে ব্যক্তিকে সচেতন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র নেতৃত্বে সমগ্র বিশ্বে এই দিনটি পলান করা হয়। ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় WHO। স্বাস্থ্য সমস্যায় নজর রাখা ও তার নিবারণ এই সংস্থার মুখ্য উদ্দেশ্য। তবে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৫০ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। বিশ্বের প্রত্যেকটি নাগরিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসার ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন এই দিনটি পালনের পিছনে অন্যতম উদ্দেশ্য। কারণ সচেতনতা প্রসারের মাধ্যমেই নানান রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। প্রতি বছরই কোনও না-কোনও থিমকে কেন্দ্র করে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। সমগ্র বিশ্ব যখন করোনা সংক্রমণে ধুকছে, তখন নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া অত্যন্ত জরুরি। চলতি বছর এই দিবস পালনের থিম হল ‘এক পক্ষপাতহীন ও সুস্থ বিশ্বের নির্মাণ’। WHO-এর প্রতিষ্ঠা দিবসই প্রতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। যে স্বাস্থ্য সমস্যা কোনও নির্দিষ্ট বছরকে প্রভাবিত করে, সেই বিষয়ের ওপর ভিত্তি করেই স্বাস্থ্য দিবসের থিম নির্ধারণ করা হয়। তাই এ বছরের থিমও করোনা সংক্রমণকে কেন্দ্র করেই নির্ধারিত হয়েছে। বিশ্বের সমস্ত নাগরিক যাতে সুস্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারে ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, তা নিশ্চিত করাই এই দিনটির উদ্দেশ্য। আজকের এই বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট জেলা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক কবি মনিদীপা বিশ্বাস কীর্তনীয়া, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক রুনা পারভিন, সাইকলোজিস্ট প্রদ্মুন্য রক্ষিত, সাংবাদিক পঙ্কজ মহন্ত, দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সূরজ দাশ প্রমুখ । এছাডাও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরী, সুচিত্রা মণ্ডল সহ অন্যান্য শিক্ষিকা এবং ছাত্রীবৃন্দ । অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত । আজকের এই বিশেষ দিনের উপর বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্রী অপর্ণা মজুমদার, সুস্মিতা মোহন্ত, নৃত্য পরিবেশন করেন কৈশনা চৌধুরী ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর