বালুরঘাটের ভারত- বাংলাদেশ সীমান্তে উদ্ধার বেশ কয়েক কেজি গাঁজা ও ফেনসিডিল - Bangla Hunt

বালুরঘাটের ভারত- বাংলাদেশ সীমান্তে উদ্ধার বেশ কয়েক কেজি গাঁজা ও ফেনসিডিল

By Bangla Hunt Desk - December 09, 2020

বালুরঘাট ; বেশ কয়েক মাস বন্ধ থাকার পর ফের বালুরঘাটের ভারত- বাংলাদেশে চোরাকারবারিরা ফের সক্রিয় হয়ে উঠেছে। আজ বালুরঘাট থানার অমৃতখন্ড এলাকার ভারত- বাংলাদেশ সীমান্ত গ্রাম শালগ্রামে টহলরত বি এস এফ এর হাতে ধরা পড়ল এক পাচারকারি। পাশাপাশি বাংলাদেশে শীতের ঘন কুয়াশার আড়ালে ওই পাচারকারি বেশ কয়েক কেজি গাঁজা ও ১১৫ টি ফেনসিডিল, এবং ৫ টি গরু বাংলাদেশে পাচারের চেষ্টা চালালে পাচারের মালপত্র সমেত ধরে ফেলে বি এস এফ। আজ বিএস এফ এর তরফে ওই পাচার সামগ্রী সহ পাচারকারীকে বালুরঘাট থানার হাতে হস্তান্তর করে সীমান্তে প্রহারত ১৩৭ নম্বর বি এস এফ। অন্যদিকে গরু গুলিকে শুল্ক দফতরের হাতে তুলে দেয় বি এস এফ। এলাকায় চঞ্চল্ল্য।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর