বাম-কংগ্রেস জোটে সামিল আব্বাসও, আসন রফা চূড়ান্ত - Bangla Hunt

বাম-কংগ্রেস জোটে সামিল আব্বাসও, আসন রফা চূড়ান্ত

By Bangla Hunt Desk - February 16, 2021

বাংলা হান্ট ডেক্স ; যাবতীয় জল্পনার অবসান। একুশের নির্বাচনে বাম-কংগ্রেস জোটে শামিল হচ্ছে পিরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। মঙ্গলবার আলিমুদ্দিনে জোট বৈঠক শেষে একথা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়াম্যান বিমান বসুর সঙ্গে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।  তিনি আরও জানান, আইএসএফ সহ একাধিক দল জোটে আস্থা প্রকাশ করছে। সুতরাং, এবার বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে দ্বিমূখী নয় ত্রিমূখী লড়াই হবে।তবে, আব্বাসের তরফে এদিনের সাংবাদিক বৈঠকে কেউ হাজির ছিলেন না। তাছাড়া, কোন অঙ্কে তিন শিবিরের আসন সমঝোতা হচ্ছে, সেটাও ঘোষণা করেনি জোট শিবির।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর