মালদায় বিজেপিতে ভাঙন , এবার ৩০০ বিজেপি নেতাকর্মী যোগদান করলো তৃণমূল কংগ্রেসে - Bangla Hunt

মালদায় বিজেপিতে ভাঙন , এবার ৩০০ বিজেপি নেতাকর্মী যোগদান করলো তৃণমূল কংগ্রেসে

By Bangla Hunt Desk - August 25, 2020

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- মালদা জেলায় বামনগোলায় বিজেপিতে আবার ভাঙন ধরালো তৃণমূল। বিজেপির শক্ত ঘাঁটি হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের আগুন ধরাল শাসকদল। ঔ বিধানসভার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের প্রায় ১০০টি পরিবার থেকে ৩০০ জন বিজেপি কর্মী এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। এতে করে মালদা জেলার তৃনমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

হবিবপুর বিধানসভা বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত। গত পঞ্চয়েত নির্বাচনে এ বিধানসভা তৃনমূল কে নিশ্চিন্ করে বিজেপি ক্ষমতায় আসে । কিন্তু এবার বিধানসভা নির্বাচনে আগে বিজেপির ঘরে ভাঙন ধরালো তৃণমূল। এদিন বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলে ছোটপাতারি প্রাইমারী স্কুল ময়দানে আনুষ্ঠানিক ভাবে এই যোগদান কমসূচী করা হয়। বিজেপি থেকে তৃনমূলে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হবিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল কিস্কু। এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের যুবনেতা সুজয় সাহা,পাকুয়াহাট অঞ্চলের সভাপতি শ্যামল মন্ডল, চাঁদপুর অঞ্চলের সভাপতি সাহেব হাঁসদা ছাড়াও বিভিন্ন কাযকরতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে অমল কিস্কু দাবি করেন আগামী দিনে বামনগোলা ব্লকে কয়েক হাজার বিজেপি কর্মী তৃনমূল কংগ্রেসের যোগ দেবেন।।।।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর