BJP Leader Shot Dead: বাড়ির সামনেই পর পর গুলি, দিল্লিতে খুন বিজেপি নেতা - Bangla Hunt

BJP Leader shot dead: বাড়ির সামনেই পর পর গুলি, দিল্লিতে খুন বিজেপি নেতা

By Bangla Hunt Desk - April 21, 2022

বাংলা হান্ট ডেস্কঃ বাড়ির সামনেই পর পর গুলি, দিল্লিতে খুন বিজেপি নেতা জিতু চৌধুরীর। আততায়ীরা প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি করে তাঁকে। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনেই লুটিয়ে পড়েন তিনি। বুধবার রাত সওয়া আটটা নাগাদ দিল্লির ময়ূর বিহার এলাকায় গুলিচালনার ওই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জিতুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন- গোষ্ঠমেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, মেলা বন্ধের নির্দেশ দিল প্রশাসন

দিল্লি পুলিশ সূত্রে খবর, ময়ূর বিহারের সি-ওয়ানে জটলা দেখে দাঁড়ায় তাদের টহলদারী ভ্যান। দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে এক জন। তাঁকে ঘিরে স্থানীয় লোকজনের জটলা। পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পরই পুলিশ তদন্তে নেমেছে। ঘটনাস্থলে কয়েকটি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও আর‌ও কিছু তথ্যপ্রমাণ পুলিশের হাতে এসেছে। তদন্ত চলছে। তবে এখন‌ও পর্যন্ত জানা যায়নি এই ঘটনার পিছনে কারা রয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর