বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ - Bangla Hunt

বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

By Bangla Hunt Desk - October 03, 2020

বালুরঘাট, ৩ অক্টোবর ; বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ আরোহীর। আহত আর ও ৩। ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার বালুরঘাট থানার মালঞ্চা এলাকায় হিলি কলকাতা ৫১২ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর এলাকায় এই নিয়ে যথেষ্টই চঞ্চল্য ছড়ায়।

পুলিশ জানিয়েছে গতকাল গভীর রাতে মালঞ্চা এলাকার হিমঘরের কাছে একটি বাইক ও মারুতি মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেই ঘটনায় মারুতি উল্টে যায় নয়নজুলিতে এবং তার নিচে চাপা পড়ে বাইকটিও। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর বাইকের দুই আরোহীর। পাশাপাশি মারুতির আরো দুজন আরোহী গুরুতর জখম হয় বলে জানা গেছে। তাদের বালুরঘাট জেলা হাসপাতালে স্থানিওরা উদ্ধার করে নিয়ে গিয়ে ভর্তি করে বলে জানা গেছে। ঘটনার পরেই বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি কে উদ্ধার করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদের পরিচয় জানবার জন্য বালুরঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।অপরদিকে স্থানিও সুত্রে জানা গেছে মোটর বাইকটি বালুরঘাট থেকে হিলির দিকে যাচ্ছিল আর মারুতিটি হিলির দিক থেকে বালুরঘাটের দিকে আসছিল। কিন্তু জাতীয় সড়কের মত অত বড় চওড়া রাস্তায় পরষ্পর বিপরিত মুখী দুই গাড়ি কি ভাবে এত বীভৎস ভাবে দুর্ঘটনার কবলে পড়ল তা ভেবে পাচ্ছে না স্থানিও প্রত্যক্ষদর্শীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর