'বাংলায় গণতন্ত্র বাঁচানোর ডাক, সারা বাংলার সাথে বালুরঘাটেও চললো অবস্থান বিক্ষোভ - Bangla Hunt

‘বাংলায় গণতন্ত্র বাঁচানোর ডাক, সারা বাংলার সাথে বালুরঘাটেও চললো অবস্থান বিক্ষোভ

By Bangla Hunt Desk - August 16, 2020

বালুরঘাট ১৬ আগষ্ট ; সারা রাজ্যের পাশাপাশি আজ বিজেপির ডাকা পশ্চিমবঙ্গ বাঁচাও গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিজেপির জেলা কার্যালয়ে। আজকের দলের এই কর্মসুচীতে অংশ নিয়ে জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মনের দাবি ১৯৪৬ সালের ১৬ থেকে ১৮ অগস্টের ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ এবং নোয়াখালির সংঘর্ষের কথা স্মরণ করার পাশাপাশি আজকের পশ্চিমবংগের ক্ষমতাসীন সরকারও সেই সময়ের ওই অত্যাচার এখন আবার ঘটিয়ে চলেছে তাদের কর্মী সমর্থকদের উপর।প্রতিদিন তাদের কর্মী সমর্থকদের স্রেফ বিজেপি করার অপরাধে মেরে ফেলা হচ্ছে। গতকাল খানাকুলে জাতীয় পতাকা তুলতে গিয়ে শাসকদলের হাতে খুন হতে হয়েছে তাদের এক কর্মীকে।এমনকি উত্তর দিনাজপুর জেলার দলের এক বিধায়ককেও খুন করে ঝুলিয়ে দিয়েছে বর্তমান রাজ্যের শাসক দল।জেলা বিজেপির সভাপতির আরও দাবি শাসক দলের মদতে এই রাজ্যে গনতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তাই তারা রাজ্যে গনতন্ত্র বাচানোর দাবিতে করোনা আবহে সামাজিক বিধি মেনে আজকে অবস্থান বিক্ষোভ কর্মসুচি পালন করছেন।
অপরদিকে আজকের কর্মসুচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিনয় কুমার বর্মন ছাড়াও প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার, রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায় ও শহর জেলা ও মণ্ডলের নেতৃত্ব বর্গ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর