২০২১ বিধানসভা ভোটকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল-কংগ্রেস। সেই জন্য সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক মেগা রাজনৈতিক কর্মসূচি লঞ্চ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। যা এর আগে কখনো কোন রাজনৈতিক দল করেনি বলেই দাবি তৃণমূল কংগ্রেসের।
মূলত বাংলায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় কে দরকার সেটা বোঝাতেই মাঠের নামছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছে এবং তিনি কিভাবে মানুষের পাশে থেকে বাংলার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন সেই বার্তা পৌঁছে দিতেই তৃণমূল কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তরে প্রতিটি মানুষের কাছে প্রচার করবেন।
আগামী ৭৫ দিন রাজ্যজুড়ে এই মেগা কর্মসূচিকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়বেন তৃণমূলের ১ লাখ কর্মী। সূত্রের খবর ১০ ধাপে কাজ করবেন তারা। তৃণমূল কোন কোন জায়গায় কি কি কাজ করেছে। সরকারের কোন কোন প্রকল্প মানুষকে কি কি সুবিধা দিচ্ছে, মূলত এই বিষয়গুলো নিয়েই রাজ্যজুড়ে প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, প্রতিটি ব্লকে,বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছে যাবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
এই প্রচারের অঙ্গ হিসাবে প্রতিটি বিধায়ককে তার নিজের কেন্দ্রে ১৫ দিন থাকতে হবে। এই সময় এই বিধায়ককে কমপক্ষে ৪৫ টি গ্রাম পঞ্চায়েতে প্রচার করতে হবে। শহরে প্রতিটি বাড়ি বাড়ি যেতে হবে। গ্রামে ছোট ছোট সভা করতে হবে। নিজের এলাকা বিখ্যাত ধর্মীয় স্থান গুলিতে যেতে হবে। বাংলায় মমতা ব্যানার্জি মানুষের জন্য কি কি কাজ করছে সেগুলো মানুষকে কে বলতে হবে।
রাজ্যে প্রায় আট হাজার গ্রামে দিদিকে বল কর্মসূচি হয়েছে। এরমধ্যে ৭ হাজার গ্রামে রাত্রি বাস করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এই দিদিকে বল কর্মসূচি থেকে মূলত রাস্তা-ঘাট, আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত সমস্যা গুলোই উঠে এসেছে। তাই এবার দিদিকে বল কর্মসূচির সাফল্যের পর তৃণমূলের দ্বিতীয় ইনিংস শুরু। সোমবার সকাল দশটায় নেতাজি ইন্ডোরে হবে তৃণমূলের মেগা কর্মসূচী। এই সভাতে উপস্থিত থাকবেন তৃণমূলের সমস্ত প্রথম সারির নেতারা।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!