'বহিরাগত প্রার্থীকে মানছি না' প্রার্থী বদলের দাবিতে আমরণ অনশনে বসলো বিজেপি নেতা কর্মী সমর্থকেরা - Bangla Hunt

‘বহিরাগত প্রার্থীকে মানছি না’ প্রার্থী বদলের দাবিতে আমরণ অনশনে বসলো বিজেপি নেতা কর্মী সমর্থকেরা

By Bangla Hunt Desk - March 28, 2021

বাংলা হান্ট ডেক্স; প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিজেপির অন্দরে শুরু হয়েছে বিক্ষোভ। পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়ার পর এবার সবকিছুকে ছাপিয়ে আমরণ অনশনে বসলেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা। কালিয়াগঞ্জ আসনে বিজেপি প্রার্থী সৌমেন রায়কে পরিবর্তন করে স্থানীয় কোনো ব্যক্তিকে প্রার্থী করার দাবীতে শনিবার থেকে আমরণ অনশনে বসল তিন যুব মোর্চার বিজেপি নেতা ৷

যুব মোর্চার জেলা সভাপতি সহ তিন নেতা এদিন সুকান্ত মোড়ে আমরণ অনশনে বসেন। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ প্রার্থী বদল না করছে দল ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷ তবে তাতেও জেলা, রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কোনও হেলদোল না হলে আগামীতে নির্দল প্রার্থী দাঁড় করানোর চিন্তাভাবনা করা হবে।

বিজেপির পক্ষ থেকে এই আসনে ফালাকাটার বাসিন্দা সৌমেন রায় নামে এক ব্যক্তিকে প্রার্থী করা হয়। এরপর থেকেই প্রার্থী বদলের দাবিতে সরব হন দলীয় নেতা কর্মীরা। বিক্ষুব্ধ কর্মীরা একাধিকবার এই দাবিতে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ মিছিল করে। এরই মাঝে সৌমেন রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তাঁরই স্ত্রী৷ প্রার্থীর চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷

এরপরেই বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীদের প্রার্থী বদলের দাবি আরও জোড়ালো হয়৷ এলাকায় ঢুকলে ঝাঁটা, জুতা নিয়ে স্বাগত জানানো হবে বলেও হুমকি দেওয়া হয় কর্মীদের পক্ষ থেকে৷ তবে তাতেও কোনও লাভ না হওয়ায় এদিন সকাল থেকে আমরণ অনশনে বসলেন তিন বিজেপি নেতা। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে সুকান্ত মোড়ে আমরণ অনশণ শুরু করেছেন তাঁরা।

আন্দোলনকারীদের মধ্যে অন্যতম বিজেপি নেতা রানা প্রতাপ ঘোষ বলেন, আমরা আজ থেকে আমরণ অনশনে বসেছি। আগামী তিন তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তারমধ্যে প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দাঁড় করানোর কথা ভাববো।

এদিকে প্রার্থী বদলের দাবিতে কালিয়াগঞ্জে বিজেপি কর্মী সমর্থকেরা যখন আমরণ অনশন শুরু করছেন তখন ঘোষিত বিজেপি প্রার্থী রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন আগামীকাল থেকে দলের জেলা শীর্ষ নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে কালিয়াগঞ্জ বিধানসভায় প্রচার শুরু করবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর