বনদপ্তরের ছোড়া গুলিতে আহত হলেন দুই গ্রামবাসী - Bangla Hunt

বনদপ্তরের ছোড়া গুলিতে আহত হলেন দুই গ্রামবাসী

By Bangla Hunt Desk - June 26, 2020

ধূপগুড়ি ২৬ জুন ; বনদপ্তরের ছোড়া ছড়রা গুলিতে আহত হল দুই গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ধুপগুড়িতে। প্রসঙ্গত সকাল থেকে ধুপগুড়ির গ্রামাঞ্চলে একটি হাতি আচমকাই জঙ্গল থেকে লোকালয় ঢুকে পড়ে। দুপুরের পর হাতি দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়। অতমানুষজন দেখে সেই সময় ক্ষিপ্ত হয়ে ওঠে হাতিটি। তারপরেই তেরে আসে গ্রামবাসীদের দিকে। ইতিমধ্যেই খবর পেয়ে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠাতে হাজির হয় বনদফতরের কর্মীরা। সেই সময় মানুষকে বাঁচাতে হাতিকে লক্ষ্য করে বনকর্মীরা ছড়রা গুলি চালায়। স্থানীয় সূত্রে খবর বনকর্মীদের ছোড়া গুলিতে আহত হন দু’জন। এদের মধ্যে একজন নাবালক। স্থানীয়রাই আহতদের ধূপগুড়ি হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করে বলে জানা গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর