Rampurhat Case: বগটুই গনহত্যায় মহিলা-শিশু খুন! রাজ্যের কাছে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের - Bangla Hunt

Rampurhat Case: বগটুই গনহত্যায় মহিলা-শিশু খুন! রাজ্যের কাছে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

By Bangla Hunt Desk - March 24, 2022

নিউজ ডেক্স: রামপুরহাটের বগটুই গনহত্যায় মহিলা-শিশু খুনের ঘটনায় এবার নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন। পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠিয়েছে NCW। শুধু নোটিস পাঠিয়েই থেমে থাকেনি জাতীয় মহিলা কমিশন। নোটিসের প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে NCW। রামপুরহাট বগটুইয়ে পুড়িয়ে মারার ঘটনায় মহিলা ও শিশুদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ বছরের ২ শিশু রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মৃত ৬ মহিলার নামও সামনে এসেছে।

আরো পড়ুন- ১৯৭৭ পরে বাংলায় রাজনৈতিক হিংসা বেড়েছে! ফিরে দেখা বাম আমলের ৭ গনহত্যার ইতিহাস

প্রসঙ্গত,  বৃহস্পতিবার রামপুরহাট (Rampurhat Arson) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বগটুই গ্রামে যাবেন তিনি। এদিন রামপুরহাট কাণ্ডে মুখ খুলে মুখ্যমন্ত্রী বলেন, “সরকার কখনও চায় না রক্ত ঝরুক। কখনও চাই না কেউ খুন হোক। রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক। যারা ঘটনা ঘটিয়েছে, তারা কেউ ছাড়া পাবে না।” উল্লেখ্য, রামপুরহাটের ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। আগামিকাল ঘটনাস্থলে বগটুই গ্রামে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলও।

সোমবার রাতে বগটুই গ্রামের তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে খুন করা হয়। ঘটনার পরই একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, রাতভর বোমাবাজি চলে। খুনের পরবর্তী অশান্তি, গন্ডগোলে ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। যদিও ডিজির বক্তব্য, মৃতের সংখ্যা ৮। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রামপুরহাট থানার OC এবং SDPO-কে ক্লোজ করা হয়েছে। এছাড়াও জ্ঞানবন্ত সিং, মিরাজ খালিদ এবং সঞ্জয় সিং-এর নেতৃত্বে SIT গঠন করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর