

পুলিশের টহলদারি ভ্যান মোড়ের কাছে দাঁড়িয়ে, পুলিশ কর্মীরা গাড়ি থেকে সবে নেমেছেন। সেসময় সাইকেল চড়ে আসা এক ব্যক্তি সটান কর্তব্যরত পুলিশ আধিকারিকের পা জড়িয়ে ধরেন। বলেন, “স্যর আমি আমার বউকে খুন (Murder) করে এসেছি। বডিটা এখনও ঘরেই পড়ে রয়েছে।” পুলিশ আধিকারিক কার্যত হতভম্ব হয়ে যান। তারপর সেখান থেকেই থানার ওসিকে ফোন করে জানান। ওসি নির্দেশ দেন ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল দেখে আসার। পুলিশের গাড়িতেই আগন্তুককে চাপিয়ে তার কথামতো নিয়ে যাওয়া হল ঘটনাস্থলে। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় গৃহবধূর রক্তাক্ত দেহ।
স্ত্রীকে শাবল দিয়ে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন স্বামী। রবিবার এমনই ঘটনার সাক্ষী হলেন পূর্ব বর্ধমানের ভাতারের পানোয়া গ্রামের বাসিন্দারা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি শুরু হয়েছে ঘটনার তদন্তও।
আরো পড়ুন- Sanjay Raut: টানা ৯ ঘণ্টা জেরারা পর শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে আটক করল ইডি
ভাতারের পানোয়া গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা মমতাজ খাতুনের (২৯) সঙ্গে বিয়ে হয়েছিল প্রায় ১৩ বছর আগে। কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ রহমতের সঙ্গে। পেশায় রাজমিস্ত্রি শেখ রহমত বিয়ের পর থেকে গাঙ্গুলিডাঙ্গা ছেড়ে পানোয়া গ্রামে বসবাস শুরু করেন। শ্বশুর শেখ মোমিন তাঁর বাড়ির পাশেই মেয়ে-জামাইয়ের বসবাসের জন্য জায়গা দেন। তাঁদের দুই কন্যাসন্তানও রয়েছে। রবিবার ঘর থেকে মমতাজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, ‘‘রবিবার খুব ভোরে আলিনগর চৌরাস্তার মোড়ের কাছে পুলিশের টহলদারি ভ্যান দাঁড়িয়েছিল। গাড়ির পাশেই দাঁড়িয়েছিলেন পুলিশ কর্মীরাও। তখন শেখ রহমত সাইকেলে চড়ে যাচ্ছিলেন। পুলিশ দেখে তিনি দাঁড়ান।পুলিশকর্মীদের কাছে গিয়ে তিনি জানান, স্ত্রীকে খুন করেছেন।’’ পুলিশ জানতে পেরেছে, মমতাজ এবং তাঁর দুই মেয়ে যখন ঘুমিয়ে পড়ে তখন শেখ রহমত প্রথমে তার স্ত্রীর গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে সজোরে চেপে ধরেন। মমতাজ নেতিয়ে পড়লে তার মাথায় একটি শাবল দিয়ে একাধিকবার আঘাত করেন শেখ রহমত।
থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় শেখ রহমত বলেন, ‘‘আমার স্ত্রী সময়ে রান্না করত না। আমাকে কাজ করে বাড়ি ফিরে প্রায় দিনই রান্না করতে হত। আমার বিষয়ে কোনও দায়িত্বপালন করত না সে।’’
অন্য দিকে রেণু বিবি নামে নিহতের এক প্রতিবেশী বলেন, ‘‘রহমতের লটারির টিকিট কাটা নেশা ছিল। এ জন্য বাজারে বহু টাকা ধার হয়ে গিয়েছিল।’’
শেখ রহমতের শ্বশুর শেখ মোমিন বলেন, ‘‘মেয়ে-জামাইয়ের মধ্যে বাড়ির কাজকর্ম নিয়ে ছোটখাটো অশান্তি হত। তবে আমি কোনও দিনই স্বামী-স্ত্রীর অশান্তিতে নাক গলাতাম না। কিন্তু ও এ ভাবে আমার মেয়েকে খুন করতে পারে তা স্বপ্নেও ভাবিনি।’’


ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স