ফের সাপ্তাহিক লকডাউনের দিন পরিবর্তন করল রাজ্য সরকার - Bangla Hunt

ফের সাপ্তাহিক লকডাউনের দিন পরিবর্তন করল রাজ্য সরকার

By Bangla Hunt Desk - August 03, 2020

রাজ্য সরকার তার ঘোষিত সাপ্তাহিক লকডাউনের দিনক্ষণের আবার পরিবর্তন করল। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে ৭ দিনই লকডাউন থাকছে। তবে দিনের পরিবর্তন হয়েছে। পূর্ব ঘোষিত লকডাউন থেকে ১৬,১৭,২৩ এবং ২৪ অগষ্ট বাদ দিয়ে ২০,২১,২৭ এবং ২৮ অগষ্ট যুক্ত করা হয়েছে। রাজ্যে পুরোপুরি ঘোষিত নয়া লকডাউনের তারিখ–
৫ অগষ্ট (বুধবার)
৮ অগষ্ট (শনিবার)
২০ অগষ্ট (বৃহস্পতিবার)
২১ অগষ্ট (শুক্রবার)
২৭ অগষ্ট (বৃহস্পতিবার)
২৮ অগষ্ট (শুক্রবার)
৩১ অগষ্ট (সোমবার)

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, অগস্ট মাসে মোট ৭ দিন সম্পূর্ণ লকডাউন হবে৷ সাধারণ মানুষের ভাবাবেগ এবং অনুরোধ মেনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর