ফের বিতর্কিত মন্তব্য বিজেপি শাসিত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের - Bangla Hunt

ফের বিতর্কিত মন্তব্য বিজেপি শাসিত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের

By Bangla Hunt Desk - February 26, 2020

টানা তিনদিন ধরে গোটা দিল্লি জুড়ে হিংসা অব্যাহত রয়েছে। শান্তি ফেরাতে মাঠে নামতে হয়েছে আধাসেনা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। আর এরই মাঝে ফের বিতর্কিত মন্তব্য করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর।

গত মঙ্গলবার থেকে হিমাচল প্রদেশের বাজেটের অধিবেশন শুরু হয়েছে । আর সেই অধিবেশনের শুরুতেই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর বলেন,”ভারত মাতার জয় যারা বলবে, তারা ভারতে থাকবে। আর যারা বলবে না, সংবিধান মানবে না, ভারতের বিরোধিতা করবে, তাদের নিয়ে সময় এসেছে চিন্তা ভাবনা করার”।

তিনি আরো বলেন,”যারা রাজনৈতিক স্বার্থে প্রতিনিয়ত বলে বেড়াচ্ছেন, ভারতে কিছুই ভাল হচ্ছে না,সবকিছুই মন্দ হচ্ছে, তাদের সাথে প্রয়োজন দৃঢ় আচরণ করতে হবে”।

মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের এই বক্তব্যতে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলের নেতা নেত্রীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর