বিরোধীশূন্য নাগাল্যান্ড! ফের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিও - Bangla Hunt

বিরোধীশূন্য নাগাল্যান্ড! ফের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিও

By Bangla Hunt Desk - March 07, 2023

রেকর্ড পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নেউফিউ রিও। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন এনডিপিপি প্রধান। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা নেডা-র আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।

আরো পড়ুন- ‘আমাদের সংসদে বিরোধীদের মাইক বন্ধ করে দেওয়া হয়’, লন্ডনে মোদী সরকারের সমালোচনা রাহুলের

রিও’র শপথ অনুষ্ঠান রীতিমতো শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠল বিজেপি (BJP) জোটের জন্য। ওই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। উত্তর-পূর্ব ভারতে বিজেপির অন্যতম বড় মুখ হিমন্ত বিশ্বশর্মাও উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন শাসক জোটের শরিক দলের নেতারা।

এই নিয়ে পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মসনদে বসলেন নেইফিউ রিও। তাঁর সঙ্গে দু’জন শপথ নিলেন উপমুখ্যমন্ত্রী হিসাবে। তাঁরা হলেন টি আর জেইলিং এবং ওয়াই প্যাটন। বিজেপির রাজ্য সভাপতি তথা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ তেমজন, ইমনা আলং মন্ত্রিত্ব পাচ্ছেন। প্রথমবার নাগাল্যান্ড বিধানসভায় যে দু’জন মহিলা বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাঁরাও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর