ফের চিনের স্বপ্ন অধরা! উৎক্ষেপণের কিছু পরেই ৬ টি স্যাটেলাইট নিয়ে ভেঙে পড়ল চিনা রকেট - Bangla Hunt

ফের চিনের স্বপ্ন অধরা! উৎক্ষেপণের কিছু পরেই ৬ টি স্যাটেলাইট নিয়ে ভেঙে পড়ল চিনা রকেট

By Bangla Hunt Desk - July 11, 2020

মহাকাশে পাড়ি দিতে গিয়ে জোর ধাক্কা খেলো চিন। উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ল চিনের রকেট। চিনা সংবাদ সূত্রের খবর, শুক্রবার (১০ জুলাই) উত্তর-পশ্চিম চিনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ৬ টি স্যাটেলাইট নিয়ে একটি রকেট লঞ্চ করা হয় মহাকাশে। কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকায় মাঝ আকাশে মুখ থুবড়ে পড়ল চিনা সেই রকেট।

জানা গেছে চিনের পাঠানো রকেট গুলির মধ্যে Kuaizhou-11 (KZ-11)  এই রকেট টি ছিল সবচেয়ে বৃহত্তম প্রায় ৭০.৮ টন ওজন। রকেট টিম আজ আকাশে বিস্ফোরিত হয় তার মধ্যে থাকা ৬টি স্যাটেলাইট ধ্বংস হয়ে যায়। যার ফলে চিনের স্পেস এজেন্সির বিশাল পরিমাণ টাকার ক্ষতি হয়। এর আগে চিন একাধিকবার রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে। যার ফলে বারবার প্রমানিত হয়েছে চিনা বিজ্ঞানীরা ভারতীয় স্পেস এজেন্সি ইসরোর বিজ্ঞানীদের মত রকেট উৎক্ষেপণে দক্ষ হয়ে উঠতে পারেনি।

Kuaizhou-11 (KZ-11)  এই রকেট টি তৈরি করে চীনা সংস্থা ” ExPace Technology Corporation” ।
রকেট টিকে ‘DongFang-21’ মিছিলের আদলে তৈরি করা হয় এবং কম সময়ে উৎক্ষেপণের জন্য রকেটে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। কিন্তু যান্ত্রিক ক্রটি থাকার কারণেই রকেট গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে। যানিয়ে বিশ্বে রীতিমতো হাসির পাত্রে পরিণত হয়েছে চীনের স্পেস এজেন্সি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর