কাশ্মীরে ফের গুলি করে হত্যা করা হলো বিজেপির সারপঞ্চকে - Bangla Hunt

কাশ্মীরে ফের গুলি করে হত্যা করা হলো বিজেপির সারপঞ্চকে

By Bangla Hunt Desk - August 06, 2020

২৪ ঘন্টা না কাটতেই সন্ত্রাসবাদী হামলা হলো কাশ্মীরে আরো এক বিজেপি সারপঞ্চ এর উপর। সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হয় বিজেপি নেতা সাজেদা আহমেদ। বৃহস্পতিবার সকালে বিজেপি নেতা সাজাদ আহমেদ কুলগামের ভেস্সুতে তাঁর বাড়ির সামনে সন্ত্রাসবাদীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে । গুলিবিদ্ধ অবস্থায় দেখা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।

গত মঙ্গলবার রাতেই সন্ত্রাসবাদীরা হামলা চালায় আর বিজেপির আর এক সরপঞ্চ এর উপর। এ হামলায় গুরুতর আহত হয় ওই বিজেপি নেতা।আক্রান্ত বিজেপি সরপঞ্চের নাম আরিফ আহমদ।  দক্ষিণ কাশ্মীরের কুলগামে বিজেপি নেতা আরিফ আহমদ উপর হামলা হয়। যদিও এই হামলার দায় এখনো কোনো সন্ত্রাসবাদি সংগঠন স্বীকার করেনি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে , সমস্ত ঘটনা তদন্ত করে করা হচ্ছে । তারা সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করার চেষ্টা করছে।

জম্বু কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এই নিয়ে তিনবার কাশ্মীরে বিজেপি নেতাদের উপর হামলা হয়। এর আগে কাশ্মীরের প্রাপ্তন বিজেপি জেলা সভাপতি সহ তার ভাই ও পিতা কে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। পরপর বিজেপি নেতাদের ওপর এ ধরনের হামলার ঘটনায় কাশ্মীরের ভারতীয় জনতা পার্টির কর্মী ও নেতাদের মধ্যে ভীতি সৃষ্টি দেখা দিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর