ফের কলকাতার বহুতলে আগুন! নাখোদা মসজিদের পাশে ৬ তলা বহুতলে - Bangla Hunt

ফের কলকাতার বহুতলে আগুন! নাখোদা মসজিদের পাশে ৬ তলা বহুতলে

By Bangla Hunt Desk - June 12, 2020

শুক্রবার, কলকাতা: আবারও কলকাতা শহরে অগ্নিসংযোগ।শুক্রবার সকাল বেলা জোড়াসাঁকোর হরিণবাড়ি লেনে নাখোদা মসজিদের পাশে একটি ছয়তলা বিল্ডিং এ আচমকাই আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত বাসিন্দারা ওই বাড়ি ছেড়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পড়েন।

অগ্নিসংযোগের খবর পেয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় কলকাতা দমকলের ছটি ইঞ্জিন। কিন্তু দমকল এসে পৌঁছালেও এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণ আনার জন্য দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।আগুন যাতে চারপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে দমকলকর্মীরা সেই দিকে জোর দিয়ে কাজ করছে।

কি কারণে ওই ছতলার বিল্ডিংয়ে অগ্নিসংযোগ ঘটলো তা এখনো স্পষ্ট হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিসংযোগ ঘটেছে। বাড়ির ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর