ফের উপত্যকায় শহীদ হলো এক সেনা জাওয়ান - Bangla Hunt

ফের উপত্যকায় শহীদ হলো এক সেনা জাওয়ান

By Bangla Hunt Desk - June 13, 2020

উত্তরাখণ্ড, ১৩ জুন: কাশ্মীরে প্রায় দিন জঙ্গী নিকাশ করতে তল্লাসি অভিযান চালায় ভারতীয় সেনা। আর এই তল্লাশি অভিযানে গিয়ে নিহত হলো এক সেনা জওয়ান। নিহত সেনা জওয়ান এর নাম যমুনা পনেরু । উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার ওকালকান্দার বাসিন্দা যমুনা পনেরু। ২০১২ সালে তিনি ভারতীয় সেনায় যোগ দেন ৷ যমুনা পনেরু সুবেদার হিসেবে কাশ্মীরের কুপওয়াড়ায় পোস্টিং ছিল।

জানা যায়, বুধবার রাতে একটি তল্লাশি অভিযানে সামিল ছিলেন তিনি। সেই তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিনি শহীদ হয়ে যান। সেনার তরফেই জানানো হয়,শনিবার যমুনা দেহ উত্তরাখণ্ডের নিয়ে আসা হবে এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে অন্তিম বিদায় দেওয়া হবে।

পরিবার সূত্রে জানা যায়, যমুনা দুটি ছোট সন্তান রয়েছে । বুধবার সকালেও স্ত্রীর সঙ্গে কথা হয় যমুনার এবং স্ত্রীকে সবকিছু স্বাভাবিক আছে বলে জানায় তিনি । বৃহস্পতিবার কিছু জিনিস পাঠানোর নাম করে বাড়ির ঠিকানা নেওয়া হয়। তারপর যমুনার মৃত্যুর খবর নিয়ে পাঁচ জন সেনা জওয়ান হাজির হয়। যমুনার শহীদ হওয়ার কথা শুনে গোটা পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর