প্লাটফর্মে পড়ে থাকা অসহায় মানুষের পাশে 'সমগ্রম মঞ্চ' সংগঠন - Bangla Hunt

প্লাটফর্মে পড়ে থাকা অসহায় মানুষের পাশে ‘সমগ্রম মঞ্চ’ সংগঠন

By Bangla Hunt Desk - June 19, 2020

বাপ্পাই দত্ত, বারাসাত:- বতর্মান করেনা পরিস্থিতি’তে লকডাউনের জেরে ট্রেন চলাচল বন্ধ হাওয়ার ফলে প্লাটফর্মে কোন যাত্রীসংখ্যার আনাগোনায় নেই। ফলস্বরূপ প্লাটফর্মে অস্থায়ীভাবে জীবন কাটানো দুঃস্থ মানুষগুলি চরম বিপদগ্রস্ত সম্মুখীন হয়েছে, কারণ ট্রেন যাত্রীদের উপর নির্ভর করে তাদের ক্ষুধা মেটে। কিন্তু লকডাউন এর ফলে এই দুঃসময় তাদের ক্ষুধা নিবারণের ভরসা হারিয়ে গেছে। তাই এইসব ভেবেই এবার প্রান্তিক মানুষদের সাহায্যে এগিয়ে এলো সামাজিক সংগঠন ‘সমগ্রম মঞ’।

আজ বারাসত রেল স্টেশন চত্বরে দরিদ্র মানুষের হাতে খাদ্য, পানিয় ও বর্ষার থেকে বাঁচতে ছাতা তুলে দিলেন সংগঠনের সদস্য’রা। উপস্থিত ছিলেন সঙগঠনের সভাপতি নীলাভ ব্যনাজী্, সম্পাদক সৌরভ লাহিড়ী, MH তোতা, অশোক পোদ্দার। এর আগেও সংগঠনের সদস্যরা শীতে কম্বল বিতরণ ও পূজোয় পোষাক বিতরনের মতো সামাজিক কাজ করেছেন, এছাড়াও এই সংগঠন নানারকম সামাজিক আন্দোলনের সাথে যুক্ত। তাই আগামী দিনে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বদা এক কদম এগিয়ে প্রস্তুত ‘সমগ্রম মঞ্চ’।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর