প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি JCB দিয়ে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মন্তেশ্বরে কংগ্রেসের বিক্ষোভ - Bangla Hunt

প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি JCB দিয়ে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মন্তেশ্বরে কংগ্রেসের বিক্ষোভ

By Bangla Hunt Desk - February 13, 2021

কমল বড়া, পূর্ব বর্ধমান; মন্তেশ্বর ব্লকের, মন্তেশ্বর বাজারে সন্নিকটে p.w.d. রাস্তার ধারে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী মূর্তি স্থাপন ছিল ১৯৯০ সাল থেকে,, সেই মূর্তি দুটি সদ্য বিজেপিতে যোগদান করা দেবব্রত রায় ওরফে খাদিম রায় গত ৯ ফেব্রুয়ারি ২০২১ সন্ধার সময় জে সি বি দিয়ে সম্পূর্ণভাবে মূর্তিদুটি চূর্ণ-বিচূর্ণ করে দেয়। তার প্রতিবাদে মন্তেশ্বর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ওই মূর্তির স্থানে অবস্থান বিক্ষোভ, মন্তেশ্বর জাতীয় কংগ্রেসের তরফ থেকে মন্তেশ্বর থানার দেবব্রত রায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

জাতীয় কংগ্রেসের দাবি ওই স্থানে পুনরায় দুটি মূর্তি স্থাপন করা দেবব্রত রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে, যতদিন না ওই স্থানে ওই দুটি মূর্তি স্থাপন করা হয়, তত দিন পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবে এমনটাই হুমকি দিল মন্তেশ্বর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর