BREAKING NEWS: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় - Bangla Hunt

BREAKING NEWS: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

By Bangla Hunt Desk - August 31, 2020

প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৪ বছর। ৯ আগস্ট শৌচাগারের বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হয় তার। কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। অবশেষে এদিন প্রয়াত হলেন তিনি।

সোমবার একটি টুইটবার্তায় প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা, দুয়া সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর