প্রধানমন্ত্রীর ডাকা জনতা কার্ফুতে অভূতপূর্ব সাড়া - Bangla Hunt

প্রধানমন্ত্রীর ডাকা জনতা কার্ফুতে অভূতপূর্ব সাড়া

By Bangla Hunt Desk - March 22, 2020

বালুরঘাট ২২ মার্চ ;করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ডাকে জনতা কার্ফুতে অভূতপুর্ব সাড়া দিল দক্ষিন দিনাজপুরের জনগন।

সকাল ৬টা থেকে চলা এই জনতা কার্ফুতে বালুরঘাট শহর সহ অনান্য ব্লক গুলিতে বেশির ভাগ বাসিন্দারাই করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নিজেদের ঘরবন্দি করে রেখেছে।

এমনিতেই গতকাল রাতে একপ্রস্থ আচমকা ঝড় বৃষ্টির জেরে আজও আকাশ মেঘলা ও ঠান্ডার আবহওয়া থাকায় অনেকেই বাড়িতে থাকাই শ্রেয় মনে করেছে।

বালুরঘাট শহরের অলি গলি সহ প্রধান প্রধান রাস্তা ঘাট প্রায় ফাঁকা। বেসরকারি বাসস্ট্যান্ডে নেই কোন গাড়ি। অনান্য দিন যে বাসস্টয়ান্ড এলাকা সকাল থেকেই জনজোয়ারে ভরপুর থাকে সেখানে আজ সকাল নয়টাতেও জনশুন্য।

বালুরঘাট বাজার, মাছ ও তরকারি বাজার, হাটঘাট সব বন্ধ। শুনশান এলাকা গুলিতে শুধু খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষজনকে এখনও ঘর থেকে রাস্তায় বেড়তে দেখা যায় নি।

সকাল ৯টা অবদ্ধি এই চিত্র থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চিত্র বদল ঘটলে সে আলাদা ব্যাপার। তবে একটা কথা আছে না সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। সেদিকে নজর এখন জেলাবাসির।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর