এবছর উচ্চ মাধ্যমিকে ঐতিহাসিক পাশের হার, সর্বোচ্চ নাম্বার ৫০০-তে ৪৯৯ - Bangla Hunt

এবছর উচ্চ মাধ্যমিকে ঐতিহাসিক পাশের হার, সর্বোচ্চ নাম্বার ৫০০-তে ৪৯৯

By Bangla Hunt Desk - July 17, 2020

প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস সাংবাদিক সম্মেলন করে জানান এ বছর পাসের হার ঐতিহাসিক। পাস করেছে ৯০.১৩ শতাংশ ছাত্রছাত্রী,যা এখনো পর্যন্তও সর্বাধিক। শীর্ষে রয়েছে কলকাতা। সর্বোচ্চ নাম্বার ৫০০-এর মধ্যে ৪৯৯। যা সর্বকালের রেকর্ড।

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসেন ৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল ১২ ই মার্চ। ২১শে মার্চ পরীক্ষা শেষ শেষ হয়। ৩১ তারিখ স্কুল থেকে মার্কশিট পাবে ছাত্রছাত্রীরা।

আজ বিকাল ৪ টেয় এই ওয়েবসাইট গুলিতে রেজাল্ট দেখা যাবে
Www.exametc.com
Www.westbengalonline.in
Www.indiaresult.com
Www.examresults.net
Www.technoindiagroup.com
http://wbresults.nic.in

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর