পেশায় একজন হোমগার্ড! লকডাউনে খুদেদের দিকে বাড়িয়ে দিলেন মানবিকতার হাত - Bangla Hunt

পেশায় একজন হোমগার্ড! লকডাউনে খুদেদের দিকে বাড়িয়ে দিলেন মানবিকতার হাত

By Bangla Hunt Desk - April 06, 2020

মালদাঃ- হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ডাঙ্গাপাড়া এক বাসিন্দা পেশায় একজন হোম গার্ড। লক ডাউন থাকায় নিজের অর্থ দিয়ে অসহায় দুস্থ পরিবারের সহ ছোট ছোট বাচ্চাদের হাতে একটি দুধের প্যাকেট, দুটো ডিম, বিস্কুটের প্যাকেট সহ বিভিন্ন জিনিস তুলে দিলেন। গরীব পরিবারে গুলির পাশে দাঁড়ালেন। অশোক মুখার্জী তিনি পেশায় হোম গার্ডের চাকরি করেন। অশোক বাবু সহ তার মুখার্জি পরিবারের সকল মিলে নিজের পাড়ার প্রায় ৫০ টি ছোট বাচ্চাদের হতে খাবার তুলে দিলেন।

অশোক মুখার্জী বলেন এই পরিস্থিতিতে সকলকে চাল-ডাল আলু দেওয়া হচ্ছে কিন্তু তার সঙ্গে বাদ পরে যাছে খুদে ছোট বাচ্চা গুলো, তাই একটু ছোট বাচ্চাদের হাতে দুধের প্যাকেট, বিস্কুট ডিম সহ বিভিন্ন খাবার তুলে দিলাম। তার সঙ্গে সকলকে সচেতনা বার্তা দেন, সকলে লকডাউন মানার জন্য আবেদন করেন। সকলকে বলেন সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। বারবার সাবান দিয়ে হাত ধোবেন এবং গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর