পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং ইপিএফ-এর সুদ কমানোর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করলো গাজোল ব্লক তৃণমূল নেতৃত্ব - Bangla Hunt

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং ইপিএফ-এর সুদ কমানোর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করলো গাজোল ব্লক তৃণমূল নেতৃত্ব

By Bangla Hunt Desk - March 16, 2022

মালদা , ১৬ মার্চঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং ইপিএফ-এর সুদ কমানোর প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করলো গাজোল ব্লক তৃণমূল নেতৃত্ব। বুধবার সকালে গাজোল ব্লক অফিস অসংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে রীতিমতো মঞ্চগড়ে স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা অবস্থান-বিক্ষোভ করে। দলের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসি সাথে সামিল হয়ে অবস্থান-বিক্ষোভ চলে। উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূলের নেতাকর্মীরা এবং সংশ্লিষ্ট ব্লকের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্ব।

আরো পড়ুন- ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যতের জন্য সবরকম সাহায্যের আশ্বস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের গাজোল ব্লক সভাপতি মানিক প্রসাদ জানিয়েছেন, পাঁচ রাজ্যের ভোট সম্পন্ন হতেই কেন্দ্রের মোদি সরকার এখন দ্রব্যমূল্য বৃদ্ধির শুরু করেছে । পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর পাশাপাশি রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে। এছাড়াও ইপিএফ-এর সুদ কমিয়ে দেওয়া হয়েছে। আর এসব বিষয় নিয়ে এদিন প্রতিবাদ মঞ্চ গড়ে অবস্থান-বিক্ষোভ করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর