পুরভোটে বিজেপির কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ , রাজ্য পুলিশেই আস্থা কোর্টের - Bangla Hunt

পুরভোটে বিজেপির কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ , রাজ্য পুলিশেই আস্থা কোর্টের

By Bangla Hunt Desk - December 16, 2021

পুরভোটে বিজেপির কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ। কলকাতায় পুরভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশই। বৃহস্পতিবার এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট।

কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে প্রথম থেকেই পুরভোট করাতে চেয়ে আবেদন করেছিল বিজেপি। কিন্তু শেষ অবধি সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টেও ধাক্কা খেল গেরুয়া শিবির (BJP)। নিপাপত্তার বিষয়ে রাজ্য পুলিশের উপরেই ভরসা হাইকোর্টের। পুলিশ কমিশনারকেই নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থারের একক বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতা পুরভোট করানোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিজেপির চার প্রার্থী। তবে বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে তা খারিজ করে দেয় হাইকোর্ট।

চার প্রার্থী ছাড়া ১৪৪ ওয়ার্ডের আরও কোনও প্রার্থী এমন অভিযোগ বা আবেদন করেননি, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর এই কারণেই মূলত মামলা খরিজ হয়ে গিয়েছে হাইকোর্টে।বিচারপতি রাজশেখর বিজেপির আরজি খারজি করে দিয়ে এদিন বলেন, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজনীয়তা নেই। রাজ্যপুলিশই পুরভোটের দিন নিরাপত্তার দায়িত্ব সামলাবে। পুলিশ কমিশনরারকে নিরাপত্তার বিষয়ে নজর রাখার নির্দেশ দেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনকে সবরকম সাহায্যের নির্দেশ দেন বিচারপতি।

উচ্চ আদালত বিজেপির আবেদন নাকচ করলেও এই রায়কে সরাসরি তাঁদের আবেদন-খারিজ বলে মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্যামবাজারে এদিন দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর কথায়, ”এটা আপাত দৃষ্টিতে আবেদন খারিজ মনে হলেও, আসলে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার সৌরভ দাসকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করানো হলো।”

পুরভাটে বিজেপির কেন্দ্রীয় বাহিনীর দাবি ভিত্তিহীন বলে মনে করেন তৃণমূলের মহাসচিব। আদালতের এই রায়ের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”ভিত্তিহীন দাবি, তাই হাইকোর্ট আবেদন খারিজ করে দিয়েছে। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছেন। হালে পানি না পেয়ে কোর্টে যাচ্ছে। সেখানেও ওদের আবেদন খারিজ হলো।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর