পাসপোর্ট, ভিসা ছাড়াই পৃথিবীর যে কোনো দেশে ঘুরে আসতে পারতেন! ইংল্যান্ডের রানী যে যে বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন - Bangla Hunt

পাসপোর্ট, ভিসা ছাড়াই পৃথিবীর যে কোনো দেশে ঘুরে আসতে পারতেন! ইংল্যান্ডের রানী যে যে বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন

By Bangla Hunt Desk - March 29, 2023

ইংল্যান্ডে প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও সেই দেশে রাজতন্ত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ১৯৫২ সালে ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড এর রানী সিংহাসনে বসেন রানী দ্বিতীয় এলজাবেথ। রানি ভিক্টোরিয়া রেকর্ড ভেঙ্গে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের দীর্ঘ সময় শাসক হওয়ার খেতাব অর্জন করেছিলেন। রানী দ্বিতীয় এলজাবেথের সম্পর্কে রইল কিছু অজানা তথ্য ।

১. বলা হয় যে গোটা পৃথিবীর প্রায় ৭৫% জায়গার আধিকারিক ছিলেন ইংল্যান্ডের রানী।

২।যেখানে কোনো মানুষ পাসপোর্ট,ও ভিসা ছাড়া পৃথিবীর কোনো দেশে যেতে পারে না সেখানে ইংল্যান্ডের রানী পাসপোর্ট, ভিসা ছাড়াই পৃথিবীর যে কোনো দেশে ঘুরে আসতে পারেন।

৩. আমরা সবাই জানি যে গাড়ি চালাতে হলে সেই ব্যাক্তির ড্রাইভিং লাইসেন্স থাকাটা খুবই জরুরী।

কিন্তু এই নিয়মটি জারী ছিল না ইংল্যান্ডের রানীর উপর। তার গাড়ি চালানোর জন্য কোনো ব্যক্তিগত গাড়ির লাইসেন্স এর দরকার ছিল না। তিনি গোটা ইংল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই নির্দ্বিধায় গাড়ি চালাতে পারেন।

৪. রানী এলিজাবেথ ছিলেন ইংল্যান্ডের সামরিক শক্তির প্রধান। তবে ব্রিটিশ সেনা বাহিনী কে পরিচালনা করত ব্রিটিশ সরকার।

৫. ইংল্যান্ড ছাড়াও কানাডা ( এক কালে যেটা ব্রিটিশদের অধীনে ছিল) মত দেশের হেড অফ স্টেট ছিলেন কুইন এলিজাবেথ।

৬. কুইন এলিজাবেথ কোনো অনুষ্ঠানে যাওয়ার পর যদি সেখানে তার থাকতে ইচ্ছে না করত বা তাহলে তিনি তা মুখের ভাষায় প্রকাশ না করে একটি বিশেষ ইঙ্গিত প্রদান করতেন তার কর্মচারীদের। তার এই বিশেষ ইঙ্গিতটি ছিল তিনি তার হাতে থাকা বহুমুল্য ব্যাগ ডান হাত থেকে বাঁ হাতে নিতেন। এই ইঙ্গিত কর্মচারীদের বুঝিয়ে দিত যে তিনি সেখান থেকে বেরিয়ে যেতে চান। এছাড়াও কোনো ডিনারে গেলে সেই পার্টি যদি ছেড়ে বেরিয়ে যেতে চাইতেন তাহলে তিনি নিজের ব্যাগটা মাটিতে রেখে দিয়ে সেটার ইঙ্গিত দিতেন।

৭. রানী এলিজাবেথের অভ্যাসগুলির মধ্যে অন্যতম ছিল তার বিভিন্ন ধরনের পার্স ব্যবহার করা। তবে অদ্ভুত বিষয়টি ছিল যে সেই পার্সে তিনি কোন টাকা রাখতেন না, শুধুমাত্র রবিবার ছাড়া। কারণ ওই দিন তাঁকে ওই টাকা চার্চে দান করতে হত।

৮. রানি এলিজাবেথ কোথাও হাতমোজা ছাড়া যেতে পারতেন না। কারণ জীবাণু থেকে সুরক্ষার জন্যই ছিল রাজপরিবারের এই নিয়মটি।

৯. শুনলে হয়ত অদ্ভুত লাগবে যে রানির পক্ষ থেকে কোনো পার্টি রাখা হলে সেই পার্টিতে কখনো ১৩ জন অতিথি থাকতে পারবেন না। হয় ১৩ জনের কম হতে হবে তা নাহলে তার থেকে বেশি হতে হবে।

রানীর খাওয়া দাওয়া

জানা যায় যে রানী এলিজাবেথ শেষ ৯০ বছর ধরে এক খাবার খেতেন। তার দিনের শুরুটা হত গ্রিন টি আর কিছু কুকিস বিস্কুট দিয়ে। দুপুরের ঠিক আগে তিনি টোস্ট, বিশেষ ধরণের corn flex খেতেন। তিনি ফল খেতেও খুব ভালোবাসতেন। বিশেষ করে তিনি বেরি জাতীয় ফল খেতে বেশী পছন্দ করতেন। তার দুপুরের খাবারের তালিকায় থাকত প্রোটিন যুক্ত খাবার। রানীর খুব প্রিয় ছিল পালং শাক দিয়ে স্যালমন মাছের একটা পদ, এছাড়াও তিনি গ্রিল চিকেন এবং স্যালাড খেতেন।

বিকেলে তিনি চা খেতেন। রাতে তিনি শর্করা জাতীয় খাবার (যেমন ভাত, রুটি) খাওয়া থেকে নিজেকে বিরত রাখতেন। তার রাতের খাবারের তালিকায় থাকতো গ্রিল ফিশ আর স্যালাড যা তার পছন্দের পদ ছিল। এছাড়াও মাঝে মধ্যে তিনি ফিলে, স্যালমন মাছের পদ খেতেন। এই সব পদের সাথে পরিবেশন করা হত স্টেক।রানী এলিজাবেথ দামী shampain ও খুব পছন্দ করতেন। এছাড়াও তাঁর পছন্দের তালিকায় ছিল আরো কিছু খাদ্য ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল morecambe Bay potted shrimps, টোসট ইত্যাদি। এছাড়া তার মিষ্টান্ন এর তালিকায় ছিল স্ট্রবেরি, চকলেট মুস, চকলেট কেক ইত্যাদি। কড়া গন্ধ যুক্ত খাবার পছন্দ করতেন না রানি এলিজাবেথ। যার কারণে বাকিমহাম প্যালেসে কোনো দিন ব্যবহার হয়নি রসুন। বাকিমহাম প্যালেসের শেফ ড্যারিন ম্যাগরেনিট প্রায় কুড়ি বছর ধরে বেশ যত্ন সহকারে রানীর জন্য খাবার বানাতেন। এই জন্য তার পক্ষে জানাটা খুব সহজ ছিল যে রানী কি খেতে পছন্দ করেন আর কি খেতে পছন্দ করেন না। ইতিমধ্যে রানীর পছন্দের খাবার নিয়ে “Eating rollay” নামক একটি বই লিখিয়েছেন ম্যাক রেডি। যেখান থেকে জানা যায় যে প্রতি সপ্তাহে রাজ প্রাসাদের রাধুনী রানীকে একটি করে খাবার এর তালিকা দিতেন এবং সেই তালিকাটি থেকে তিনি নিজের জন্য খাবার পছন্দ করতেন। প্রধান রাধুনী ড্যারিন ম্যাগরেট এর কথা অনুযায়ী রানী ছোটো বেলা থেকে যেরকম খাবার পছন্দ করতেন শেষ বয়সে এসেও তার সেই পছন্দের তালিকায় কোনো বদল আসেনি। তার কথায় এত বয়সে নিজেকে সুস্থ রাখার সিক্রেটা লুকিয়ে ছিল তার নিত্যদিনের খাবারে।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর