SSC Scam: ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার ইডির - Bangla Hunt

SSC Scam: ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার ইডির

By Bangla Hunt Desk - July 23, 2022

এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি ২০ কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করল। সূত্রের খবর, ২০ টি মোবাইলও পাওয়া গিয়েছে তার বাড়ি থেকে। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলেও খবর। দুটি বস্তায় ভরে বিপুল টাকা লুকিয়ে রাখা হয়েছিল ওই বাড়িতে। ২ হাজার ও ৫০০ টাকার থরে থরে নোট। একেবারে টাকার স্তুপ। টাকা গুনতে আনা হয় মেশিন। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় আরও চাপ বেড়েছে রাজ্য সরকারের উপর। ইতিমধ্যেই তদন্তের রাশ হাতে নিয়েছে সিবিআই। তবে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা মূলত এ মামলার ফৌজদারির দিকটি দেখছে। নেপথ্যে কারা? কাদের হাত ধরেই হয়েছে দুর্নীতি তা খোঁজার চেষ্টা চলছে। অন্যদিকে আর্থিক দুর্নীতির দিকটি দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন একযোগে রাজ্যের ১৪টি জায়গায় তল্লাশি চালালেন ইডি-র তদন্তকাকারী আধিকারিকরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি সহ এদিন সৌমিত্র সরকারের বাড়িতেও হানা দেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

আরো পড়ুন- বিয়ের প্রলোভন দিয়ে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সূত্রের খবর, দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে থাকেন মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। এই অর্পিতা মুখোপাধ্যায় আবার নাকতলার উদয়ন সংঘের পুজোর মডেল হয়েছিলেন বলেও জানা যায়। এদিকে নাকতলার এই পুজোয় আদপে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। এদিকে কোথা থেকে এল এত টাকা? সূত্রের খবর, ইডি আধিকারিকদের এ প্রশ্নে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি অর্পিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে টাকা গোনার কাজ। অন্যদিকে এদিনের তদন্তে ২০ কোটি টাকার পাশাপাশি ২০টি মোবাইল উদ্ধার হয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে আবাসনে অর্পিতা মুখোপাধ্য়ায় থাকতেন সেখানে ইতিমধ্যেই জোরদার নিরাপত্তার ব্যবস্থা করেছে ইডি। গোটা আবাসন ঘিরে রেখেছে আধা সেনা। এদিকে ইতিমধ্যেই আজকের তল্লাশি অভিযানের ছবি নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছে ইডি।

এদিকে এ ঘটনা নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটি হিমশৈলের চূড়ামাত্র। এ কিছুই নয়। তদন্ত যখন আরও এগোবে, যখন ইডি আরও ক্লু পাবে, তখন আরও বড় বড় অঙ্ক ধরা পড়বে।”  অন্যদিকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এই সরকার যতদিন আছে, স্বচ্ছ নিয়োগ পদ্ধতি নিয়ে আসতে পারবে না। ২০ কোটি টাকা পাওয়া গিয়েছে।” বাম নেতা সুজন চক্রবর্তী চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “বাগদার কথিত রঞ্জন যে টাকা পাঠাতেন কলকাতায়, সেটি কার ঠিকানায়? মানিক বাবুর ঠিকানায়? নাকি পার্থ বাবুর ঠিকানায়? নাকি অর্পিতা দেবীর ঠিকানায়? নাকি একেবারে কালীঘাটে শান্তিনিকেতনে? “

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর