পারিবারিক অশান্তির জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন মা - Bangla Hunt

পারিবারিক অশান্তির জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন মা

By Bangla Hunt Desk - August 20, 2020

রায়গঞ্জ ২০ আগষ্ট ; পারিবারিক অশান্তির জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন মা।বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বাংলা-বিহার সীমান্ত বিহার সংলগ্ন নুচিপুর এলাকায়।ঘটনায় আট মাসের শিশুকন্যা প্রানে বেঁচে গেলেও দু’বছরের শিশুপুত্রের মৃত্যু ঘটেছে।মৃতা গৃহবধূর নাম কবিতা কুমারি এবং মৃত শিশুপুত্রের নাম মুন্না কুমার।যদিও পারিবারিক কোনও অশান্তি ছিলনা বলে দাবি করেছেন মৃতার স্বামী উমেশ্বর কুমার।পুলিশ মৃতদেহ রায়গঞ্জের মর্গে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত গৃহবধূর স্বামী উমেশ্মর কুমার দাস জানান,বাড়িতে তেমন কোন অশান্তি ছিলো না।সকাল আমাকে খাইয়ে দোকানে পাঠায়।আমার বাভা ও মা জমিতে কাজ করতে যায়।তার মাঝেই এমন ঘটনা ঘটিয়েছে তার স্ত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর