পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিধস! মৃত্যুর আশঙ্কা ৬৭০ পার - Bangla Hunt

পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিধস! মৃত্যুর আশঙ্কা ৬৭০ পার

By Bangla Hunt Desk - May 27, 2024

বাংলাহান্ট ডেস্কঃ ভূমিধসে বিপর্যস্ত পাপুয়া নিউ গিনির একটা বিস্তীর্ণ অংশ । ধ্বংসস্তূপের নীচে আটকে পরেছেন বহু মানুষ। শুক্রবার ভোররাতে ধসের ফলে ৬৭০ জন মানুষ প্রাণ হারিয়েছেন বলেই আশঙ্কা করা হয়েছে। গোটা একটি গ্রামেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। খড়কুটোর মত চাপা পরে গেছে গেছে বহু বাড়ি।

পাপুয়া নিউ গিনির বিপর্যয় মোকাবিলা দফতর রাষ্ট্রসংঘকে জানিয়েছে, ল্যানস্লাইডে কমপক্ষে ২০০০ মানুষ চাপা পড়ে গিয়েছেন। এআখনও নিখোঁজ অনেকে। গোটা একটি গ্রামেই নিশ্চিহ্ন হয়ে যায় যায়। ভূমি ধসে চাপা পড়ে গিয়েছেন অধিকাংশ বাড়ি, কারখানা, দোকানপাট। এর ফলে দেশের অর্থনীতিতে প্রবল ধাক্কা লাগবে। এনগা প্রদেশ সংযোগকরারী হাইওয়ে বন্ধ। সেই রাস্তা খোলা না পর্যন্ত ত্রাণ পৌঁছনো প্রায় অসম্ভব। যেভাবে এলাকা বিপর্যস্ত হয়েছে তাতে সেনা ও দেশের বিপর্যয় মোকাবিলা টিমগুলি যদি কাজ হাত না লাগায় তাহলে মৃতদেহ উদ্ধার করা অসম্ভব।

এবিসি নিউজের খবর অনুযায়ী, শুক্রবার খুব ভোরবেলায় ভুমিধস এসে পড়ে। অধিকাংশ মানুষ সেইসময় ঘুমিয়ে ছিলেন। গোটা গ্রামকে চাপা দিয়ে দিয়েছে কাদামাটি। প্রশাসনের তরফে কোনও আপাতকালীন পরিষেবা ঘটনাস্থলে পৌঁছয়নি। কাওকালাম গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিনগা রোলে সংবাদমাধ্যমে জানান, ধসের খবর পেয়েছি। আমরা আত্মীয় ৪টি পারিবার ধসে চাপা পড়ে গিয়েছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। গ্রামের মানুষজন বিশাল বিশাল পাথর সরিয়ে মানুষজনকে উদ্ধারের চেষ্টা করছে। পাথার ছাড়াও বড় বড় গাছ চাপা পড়ে গিয়েছে মানুষজন। সাধারণ মানুষের এভাবে কাজ করা প্রায় অসম্ভব। রাস্তা আটকে যাওয়ায় এলাকায় পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল। বোঝা যাচ্ছে না কবে রাস্তা খুলবে। যারা বেঁচে আছেন তাদের জন্যও বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর