ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দশ কেজি রুপো-সহ এক যুবককে গ্রেফতার করল বিএসএফ - Bangla Hunt

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দশ কেজি রুপো-সহ এক যুবককে গ্রেফতার করল বিএসএফ

By Bangla Hunt Desk - July 26, 2022

বাংলাদেশে পাচারের আগেই দশ কেজি রুপো-সহ এক যুবককে গ্রেফতার করল বিএসএফ (Silver Recovered)। ধৃত যুবকের নাম বাবুরাম মুন্ডা । তার বাড়ি সাতকুড়ার ঝাফরতোলা এলাকায় । রবিবার গভীর রাতে সদর ব্লকের মানিকগঞ্জ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দশ কেজি রুপো বাজেয়াপ্ত করা হয় । সোমবার ধৃতকে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ । বিএসএফ ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, গভীর রাতে মানিকগঞ্জ এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা দিয়ে স্কুটি নিয়ে দুই যুবক ঘোরাঘুরি করছিল । বিএসএফ-এর সন্দেহ হওয়াতে স্কুটিটি আটক করে তারা । এরপর স্কুটিতে তল্লাশি চালিয়ে ডিকি থেকে রুপো উদ্ধার করা হয় । তবে স্কুটি নিয়ে এক যুবক পালিয়ে গেলেও বাবুরাম মুন্ডাকে আটক করে বিএসএফ ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর