পাকিস্তানের হাস্যকর প্রস্তাব খারিজ করে দিলো ভারত! - Bangla Hunt

পাকিস্তানের হাস্যকর প্রস্তাব খারিজ করে দিলো ভারত!

By Bangla Hunt Desk - June 12, 2020

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবে সারা ভারত জুড়ে শুরু হয়ে গেলো হাঁসাহাঁসি। ইমরান খান ভারতের দরিদ্রদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে সাহায্য করবে বলে ভারতকে প্রস্তাব দেয়। কিন্তু পাকিস্তানের এই প্রস্তাব হাসিমুখে ফিরিয়ে দেয় ভারত সরকার।

ঋণে জর্জরিত পাকিস্তান সরকার। বিশ্বের নানা ব্যাংক ও দেশ থেকে নেওয়া ঋণে চলছে সরকার। নিজের অর্থনীতি চাকা সচল রাখতে প্রায় দিন হাত পাততে হয় ইমরান খানকে নানা দেশের কাছে। দেশের বেশিরভাগ মানুষ বেকারত্ব ও আর্থিক সমস্যায় জর্জরিত। তার মধ্যে পাকিস্তান সরকারের ভারতের গরীবদের সাহায্য করার এই প্রস্তাবেকে হাস্যকর বলে মনে করা হচ্ছে।

আজ অনলাইন সাংবাদিক সম্মেলন করে অনুরাগ শ্রীবাস্তব। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারত সরকার করোনার জন্য যে বাজেট ঘোষণা করেছে তা পাকিস্তানের জিডিপির সমান। তাছাড়া এই দুঃসময় পাকিস্তানের উচিত আগে নিজের জনগণের দিকে তাকানো। সারাবিশ্ব পাকিস্তানের বর্তমান আর্থিক দুরাবস্থার কথা জানে। তাই নিজের দেশের গরিবদের সাহায্য না করে অন্য দেশের গরিবদের সাহায্য করার কোনো মানে হয় না। আর এমনিতেই পাকিস্তান ঋণে জর্জরিত।

মে মাসে ভারতের প্রধানমন্ত্রী করোনাভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতির মোকাবিলার জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন। আর্থিক সংকটে থাকা রাজ্যগুলিকে সাহায্য করছে কেন্দ্র সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর