পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা - Bangla Hunt

পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

By Bangla Hunt Desk - September 25, 2020

বালুরঘাট ২৫ সেপ্টেম্বর ; পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ক্ষুব্ধ গ্রামবাসীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশি এলাকায়। গ্রামবাসীদের দাবি পাকা রাস্তা না হলে তারা এই অবরোধ তুলবেন না। প্রসঙ্গত, বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশি থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে মাটির। এর ফলে একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় কাদা।

ভোটে জিতেই ক্ষমতায় এসেই সব করে দেওয়ার প্রতিশ্রুতি। নেতা থেকে মন্ত্রী বাদ নেই কেউ প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। ভোট যায় ভোট আসে কিন্তু হাল ফেরে না এলাকার। বালুরঘাট থানার জলঘর পঞ্চায়েত অফিসের ঢিল ছোড়া দুরত্বে রাধানগর থেকে গোফানগর যাওয়ার দেড় কিমি রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও হুশ নেই পঞ্চায়েতের ক্ষুদ্ধ এলাকাবাসি। অথচ এই রাস্তার উপর নির্ভরশীল কয়েকটি গ্রামের হাজার কয়েক বাসিন্দা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর