পাঁচ লক্ষ টাকা মুল্যের ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ! আটক ২ - Bangla Hunt

পাঁচ লক্ষ টাকা মুল্যের ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ! আটক ২

By Bangla Hunt Desk - June 25, 2020

বালুরঘাট ২৫ জুন ; পাঁচ লক্ষ টাকা মুল্যের ব্রাউন সুগার সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ।বালুরঘাট থানার পতিরাম এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কের বাহিচা মোড়ে পুলিশি নাকা চেকিংয়ের সময় মোটর সাইকেল নিয়ে আসা ওই দুই ব্যাক্তির নিকট থেকে বাজেয়াপ্ত করা হয় পাচ লক্ষ মুল্যের এই ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও অনান্য নেশার সামগ্রী। গ্রেফতার হওয়া দুই ব্যাক্তির নাম হাজিকুল শেখ ও সুনীল কুন্ডু। দুজনের বাড়ি মালদা জেলায়। এর মধ্যে হাজিকুল শেখের বাড়ি কালিয়াচক ও সুনীলের বাড়ি গাজোলে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি তাদের মোটরসাইকেলটি ও আটক করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত এব্যাপারে জানান তাদের কাছে একটা আগাম খবর ছিল যে কয়েকজন ব্রাউন সুগার পাচারকারি জেলার বাইরে থেকে ঢুকছে। সেই খবরের ভিত্তিতে পতিরামের বাহিচা মোড়ে পুলিশের তরফে নাকাচেকিং চলার সময় ওই দুই ব্যাক্তিকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের মোটরসাইকেল থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগারের প্যাকেট ও একটি টিএমটি র প্যাকেট ( এটাও এক প্রকার নেশার দ্রব্য) পুলিশ উদ্ধার করে। যার আনুমানিক মুল্য পাচ লক্ষ টাকা। জেলা পুলিশ সুপার আরও জানান এদের আদালতে তুলে আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে মাদক কারবারীদের চাঁইকে ধরার চেষ্টা চালানো হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর