পশ্চিমবঙ্গ সরকারের কথা রেখে মুম্বাই থেকে ২৫ টি ট্রেন বাতিল করল মহারাষ্ট্র সরকার - Bangla Hunt

পশ্চিমবঙ্গ সরকারের কথা রেখে মুম্বাই থেকে ২৫ টি ট্রেন বাতিল করল মহারাষ্ট্র সরকার

By Bangla Hunt Desk - May 28, 2020

মমতা বন্দোপাধ্যায়ের দাবি মেনে নিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। পরিযায়ী শ্রমিকদের নিয়ে মহারাষ্ট্র থেকে ৪২ টি ট্রেন আসার কথা ছিল। কিন্তু অবশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধ রাখল মহারাষ্ট্র সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা রেখে ২৫ টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

বাংলায় পরিযায়ী শ্রমিকদের আগমনের ফলে জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের মধ্যে করোনা সংক্রমণে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। আর লকডাউন এর জেরে মহারাষ্ট্রে আটকে পড়েছে রাজ্যের হাজার হাজার শ্রমিক। তাই চতুর্থ দফায় লকডাউন শিথিল করার ফলে মহারাষ্ট্র থেকে ৪২ টি ট্রেন আসার কথা ছিল রাজ্যে। কিন্তু বাংলায় সুপার সাইক্লোন আমফান পরবর্তী অবস্থায় মহারাষ্ট্র থেকে এই ট্রেন গুলি এলে বাংলায় করোনা সংক্রমনের সংখ্যা আরো দ্রুত বাড়বে বলে আশঙ্কা। তাই রাজ্য সরকার বর্তমান পরিস্থিতিতে ট্রেনগুলি না পাঠানোর জন্য আবেদন করেছিল। আর সেই আবেদনে সাড়া দিয়ে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার পশ্চিমবঙ্গের ২৫ টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল। তবে বাকি ট্রেন গুলি কিছুদিনের মধ্যেই আসবে বলে জানা গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর