পরপর ৪দিন দাম কমার পর, আজ আবার দাম বাড়ল সোনার। - Bangla Hunt

পরপর ৪দিন দাম কমার পর, আজ আবার দাম বাড়ল সোনার।

By Bangla Hunt Desk - March 02, 2020

টানা এই চারদিন দাম কমার পর আবার আজ দাম বাড়ল সোনার। সোনার দাম বাড়া শুরু হবার পর থেকেই গত সপ্তাহের চারদিন ধরে কমেছিল সোনার দাম। কিন্তু আজ আবার বেড়ে গেল সোনার দাম। গতকালের তুলনায় আজ সোনার দাম বেড়েছে ৩০০টাকা। আজকে ১০গ্ৰাম সোনার দাম ৪১,৬৮৪ টাকা‌। শতাংশের হিসেব করলে সোনার দাম ০.৭০%।
শুধু সোনা নয় সোনার সঙ্গে দাম বাড়ল রুপোর ও। সোনার সঙ্গে সঙ্গে প্রতি দিন দাম বাড়ছিল রুপোরও। আজ রুপোর দাম প্রতি কেজি ৪৫,১০২ টাকা। প্রতি কেজিতে দাম বেড়েছে ১.৬%। এই গত চারদিনে সোনার দাম প্রায় ২০০০ টাকা কমেছিল।

চিনে করোনা ভাইরাসের পর থেকেই প্রতি দিন বাড়ছিল সোনার দাম। করোনা ভাইরাস এখন চিনে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এর ফলে দাম ও কমেছে সোনার। এখন এই বিয়ের মরসুমে সোনার দাম বেড়ে যাওয়ায় ফলে ছোট থেকে সাধারণ মধ্যবিত্তদের খুব সমস্যায় পড়তে হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর