পনের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে খুন করল স্বামী - Bangla Hunt

পনের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে খুন করল স্বামী

By Bangla Hunt Desk - March 26, 2021

বালুরঘাট ; বিয়ের 27 বছরের মাথায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বালুরঘাটের টাওয়ার মোড়ের ঘটনা। মৃতার নাম সুস্মিতা মিত্র চাকি। অভিযোগ বাপের বাড়ির সম্পত্তির দাবিতে গতকাল বেলা দশটা নাগাদ স্বামী বিপ্লব মিত্র তার গায়ে আগুন ধরিয়ে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে। ঘটনা আড়াল করতে ক্রিকে বাঁচানোর লোক দেখানো অভিনয় করেন স্বামী। প্রতিবেশীরাই তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকাল সাতটা নাগাদ তিনি মারা যান। ঘটনায় মৃতার বাপের বাড়ির তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

খিদিরপুরে বাড়ি মৃতার মা শিখা চাকীর অভিযোগ 1994 সালে টাওয়ার মোড়ে বাড়ি বিপ্লব মিত্র সাথে সুস্মিতার বিয়ে হয় । বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে বিপ্লব মিত্র তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকেন। দাবিমতো তা না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই অত্যাচার শুরু করেন। তাঁর স্বামী গাঁয়ে আগুন ধরিয়ে দেন বলেও তিনি অভিযোগ করেছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর