পঞ্চায়েত ভোটের আগে বীরভূম থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক - Bangla Hunt

পঞ্চায়েত ভোটের আগে বীরভূম থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক

By Bangla Hunt Desk - January 09, 2023

পঞ্চায়েত ভোটের আগে বীরভূম থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে ৩ হাজার ডিটোনেটর, ৮০০ জিলেটিন স্টিক ও ১০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। রবিবার সন্ধ্যায় ঝাড়খণ্ড লাগোয়া রদিপুর গ্রামের একটি খেলার মাঠ থেকে ওই বিস্ফোরক উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ।

আরো পড়ুন- বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! সিসিটিভি দেখে জানাল রেল পুলিশ

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়েই তল্লাশি অভিযান চালানো হয়। কে বা কারা এই বিস্ফোরক মজুত করে রেখেছিলেন, তা এখনও জানা যায়নি। জেলার এক পুলিশকর্তা বলেন, ‘‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

গত এক মাসে রাজনৈতিক খুন, বোমাবাজি এবং অস্ত্র উদ্ধারের মতো বহু ঘটনা প্রকাশ্যে এসেছে বীরভূম থেকে। পুলিশকর্তাদের একাংশের দাবি, জেলায় একাধিক ক্ষেত্রে উদ্ধার হয়েছে ৯ এমএম এবং ৭.৬৫ এমএম-এর মতো আধুনিক পিস্তল। যা বিহারের মুঙ্গের থেকে ঝাড়খণ্ডের পাকুড় হয়ে বীরভূম-সহ রাজ্যের অন্যত্র ঢুকছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এ বার বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াতে শুরু করেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর