মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ের গোসানিমারিতে তৃণমূলের গণভোটের ব্যালট বক্স লুঠ হয়ে গিয়েছিল । বুধবার সেই জায়গায় পুননির্বাচনেও ছাপ্পা ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ।
তৃণমূল কংগ্রেসের আয়োজিত গণভোটে মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ে লুঠ হয়ে গিয়েছিল ব্যালট বক্স ।
ছেঁড়া হয়েছিল ব্যালট পেপার । আর বুধবার সেই ভোট প্রক্রিয়ায় পড়ল ছাপ্পা ভোটও ! স্থান সেই সিতাইয়েরই গোসানিমারি, যেখানে গতকাল এই ভোট ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছিল । যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন দেখা গেল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই হুঁশিয়ারিই সার । তৃণমূলে প্রার্থী বাছাইয়ের পুননির্বাচনেও ‘স্বচ্ছ’ নির্বাচন এদিন হল না ।
মঙ্গলবারের গন্ডগোলের পর বুধবার দুপুর দুটো নাগাদ গোসানিমারিতে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয় । বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া নিজে ব্যালট পেপার বিলি শুরু করেন । প্রথমদিকে ঠিকঠাক ভোট চললেও ঘন্টাখানেক পর থেকে শুরু হয় ছাপ্পা । একই ব্যাক্তি একাধিকবার ভোট দেন বলে অভিযোগ । কেউ কেউ আবার একসঙ্গে 4-5টা করে ব্যালট পেপার বাক্সে ফেলতে থাকেন । কোনও কোনও ক্ষেত্রে সেই চেষ্টা ব্যর্থ হলেও, অনেকেই ততক্ষণে ছাপ্পা দিয়ে দিয়েছেন ।
এর ফলে একটা সময় ব্যালট পেপার শেষ হয়ে গেলে, সাদা কাগজ বিলি করা হয় ব্যালট হিসাবে । কেউ কেউ ব্যালট আবার জেরক্স করে ফেলতে আরম্ভ করেন ওই বক্সে । একটা সময় ব্যালট বাক্স ভর্তি হয়ে গেলে নতুন ব্যালট বাক্স বানিয়ে আনা হয় । তাতে অবশ্য অন্যান্য ব্যালট বাক্সের মত কোনও স্টিকার লাগানো ছিল না । এরপর বেলা যত বেড়েছে ভোটারের সংখ্যাও বেড়ছে । বাড়ছে ছাপ্পা ভোটারের সংখ্যা ।
পরিস্থিতি বেগতিক দেখে একসময় বিধায়ক মাইক হাতে ঘোষণা করেন একাধিকবার ভোট না দেওয়ার জন্য । বিকেল চারটার পর লাইনে যাতে কেউ না দাঁড়ান । তখনও লাইনে কয়েক হাজার মানুষ । বিধায়কের ঘোষণা শুনে অনেকেই লাইনে ঢোকার চেষ্টা করেন । কিন্তু পুলিশের উপস্থিতিতে তা সম্ভব হয়নি । তবে ক্যামেরাতে ধরা পড়েছে এক একজন একাধিক ব্যালট ওই বক্সে ফেলার চেষ্টা করছেন আর এক ব্যক্তি তাতে বাধা দিচ্ছেন ।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!