নৌকায় অতিরিক্ত যাত্রী পরিবহন ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠক প্রশাসনের - Bangla Hunt

নৌকায় অতিরিক্ত যাত্রী পরিবহন ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠক প্রশাসনের

By Bangla Hunt Desk - July 07, 2020

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- মালদা জেলার বৈষ্ণবনগর থানার কুম্ভিরা পুলিশ ফাঁড়িতে কালিয়াচক -৩ ব্লকের বিডিও গৌতম দত্ত , বৈষ্ণবনগর থানার আইসি ত্রিদীপ প্রামানিক , ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে প্রায় শতাধিক নৌকার মাঝি , পার লালপুর ঘাটের ইজারাদার, সংস্লিষ্ট পঞ্চায়েতের প্রধান এবং সদস্যদের নিয়ে মহতি সভা অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে ব্যস্ততাময় পার লালপুর ঘাটে যাতায়াতকারি যাত্রীবাহী নৌকাগুলি যাতে সরকারী নির্দেশ ও নিয়মাবলী মেনে চালানো হয় সে বিষয়ে ঘাট কর্তৃপক্ষ , নৌকার মালিক ও চালকদের সচেতন করা হয় এবং সরকারি নির্দেশ মেনে চলার বার্তা দেওয়া হয়। এ দিনের বৈঠকে ঠিক হয় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নৌকা চলাচল করবে । নৌকাতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা যাবে না।নৌকার মধ্যে লাইফ জ্যাকেট , দড়িসহ প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে হবে।

MVI ডিপার্টমেন্ট থেকে জানা যায়, সমস্ত নৌকা চেক করে পুরনো ঝুঁকিপূর্ণ নৌকাগুলি সব বাতিল করা হবে এবং নতুন মেকানাইজড নৌকা এক মাসের মধ্যে চালু করতে হবে। বর্ষা চলে আসায় গঙ্গায় নদীতে জল বাড়ছে। তাই প্রশাসন সতর্ক নজর রাখছেন ঘাটে যাতে গাফিলতির কারণে কোন দুর্ঘটনা না ঘটে । নদীর বুকে যাত্রী সুরক্ষা প্রধান লক্ষ্যে কাজ করছেন ব্লক পুলিশ ও প্রশাসন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর