নৈহাটির বিজেপি নেতা গণেশ দাসের গাড়িতে হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ - Bangla Hunt

নৈহাটির বিজেপি নেতা গণেশ দাসের গাড়িতে হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ

By Bangla Hunt Desk - August 11, 2020

বাংলা হান্ট ডেস্ক ; হালিশহর বালিভাড়া অঞ্চলে একটি গন্ডগোলকে কেন্দ্র করে গত ৮ই আগস্ট নৈহাটির বিজেপি নেতা গণেশ দাস বীজপুর থানায় অভিযোগ করতে যান। অভিযোগ দায়ের এর পর বীজপুর থানা থেকে ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে কোনক্রমে প্রাণে বেঁচে পালায় গণেশ দাস ও তার গাড়িচালক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। সেই ঘটনায় ফের বীজপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপির নেতা গণেশ দাস। তারপরে তদন্তে নামে পুলিশ। অবশেষে আজ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন শেখর বর্মা, রানা মজুমদার, চন্দন ঠাকুর। আজ তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর