নির্বাচন কমিশন ঘোষণা করল রাজ্যসভায় ভোটের দিন, আগামী ২৬ শে মার্চ হবে ভোট - Bangla Hunt

নির্বাচন কমিশন ঘোষণা করল রাজ্যসভায় ভোটের দিন, আগামী ২৬ শে মার্চ হবে ভোট

By Bangla Hunt Desk - February 26, 2020

আগামী ২৬ মার্চ ১৭ টি রাজ্যের ৫৫ টি রাজ্যসভার আসনে নির্বাচন হবে ঘোষণা করল নির্বাচন কমিশন। যে আসন গুলিতে ভোট হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গের আসন রয়েছে পাঁচটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মাধ্যমে তার পছন্দের ৪ জন প্রার্থীকে রাজ্যসভায় পাঠাতে পারবে। বাকি একটি আস বিরোধীরা জোট মাধ্যমে প্রার্থী দেওয়ার চেষ্টা করতে পারে । নির্বাচনের ফলাফল ২৬ শে মার্চই ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গের যে পাঁচটি আসনে ভোট হবে, তার চারটি আসনই গতবার জিতেছিল তৃণমূল। বাকি একটি আসন ছিল সিপিএমের অধীনে, আর সেই আসনে এমপি ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম থেকে বহিস্কৃত ঋতব্রত এখন নির্দল অবস্থায় রয়েছে। তৃণমূলের বর্তমান চারটি আসনে – মণীশ গুপ্ত , কে ডি সিং,যোগেন চৌধুরী ও আহমেদ হাসান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর