টোটো চালিয়ে ভোট প্রচার বিজেপি প্রার্থীর - Bangla Hunt

টোটো চালিয়ে ভোট প্রচার বিজেপি প্রার্থীর

By Bangla Hunt Desk - April 07, 2021

বাংলা হান্ট ডেক্স ; ভোট প্রচারে টেক্কা দিতে অভিনব ভাবে ভোট প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক দল। এদিন মহিলা দলীয় কর্মীদের বসিয়ে নিয়ে নিজেই টোটো চালিয়ে ভোট প্রচার করল কালনার পূর্বস্থলী উত্তর বিধানসভা বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক,মহিলা কর্মীদের সাথে বেশ অনেকটা পায়ে হেঁটে প্রচারে পা মেলালো নেতাকর্মীরা,এবার বিজেপির প্রার্থীর নতুন মুখ পেয়ে খুশি নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ,প্রচারে বিপুল সাড়া পেয়ে দুই বারের তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায় কে টেক্কা দিচ্ছেন রাজিব বাবু ,পূর্বস্থলী উত্তরে দুই দলের মধ্যে ভোটের প্রচারের লড়াই জমে উঠেছে,দুজনাই জিতবেন বলে দাবি করছেন,তবে কে হারবে কে জিতবে বোঝা যাবে 2রা মে ||

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর