নিজের বাবা-মার মূর্তি স্থাপন করে মন্দির নির্মাণ করলেন পুত্র - Bangla Hunt

নিজের বাবা-মার মূর্তি স্থাপন করে মন্দির নির্মাণ করলেন পুত্র

By Bangla Hunt Desk - April 09, 2021

বর্ধমানঃ অনেক মন্দির তো দেখেছেন নানা দেব দেবীর , কিন্তু স্বয়ং বাবা মা কে অনেকে দেবতা মানলেও তার মূর্তি বানিয়ে দেবতা রুপে পুজো বা মন্দির প্রতিষ্ঠা করে নজির সৃষ্টি করলেন বর্ধমান শহরের পুলিশলাইন এলাকার কামিনি বিশ্বাস।

পেশায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী কামিনি বাবু নিজের মা বাবার স্মৃতি তৈরী করেছেন মন্দির প্রতিষ্ঠা করেছেন নিজের বাবা মা এর মূর্তি। সাথে সাথে মন্দিরে শুরু করেছেন দাতব্য চিকিৎসালয়, বাবা মা এর স্মৃতি বাঁচিয়ে রাখতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি।

মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবক সন্দীপন সরকার জানালেন এই কাজ শুধু জেলা না সারা দেশে নজির রাখে, নিজের পিতা মাতার স্মৃতিতে মন্দিরের সাথে দাতব্য চিকিৎসালয় প্রশংসার দাবী রাখে ; কামিনি বাবু জানান জীবিত ও মৃত দুই অবস্থাতেই মা বাবা কে শ্রদ্ধা সম্মান সকলে করুর তার প্রচারেই এই মন্দির।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর