নবী মহম্মদকে নিয়ে মন্তব্যের জের, দিল্লি সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি আল-কায়দার - Bangla Hunt

নবী মহম্মদকে নিয়ে মন্তব্যের জের, দিল্লি সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি আল-কায়দার

By Bangla Hunt Desk - June 08, 2022

নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দিল্লি সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি আল-কায়দার। চিঠি দিয়ে তাদের এই হামলার কথা জানিয়েছে জঙ্গি সংগঠনটি। দিল্লি ছাড়াও তাদের তালিকায় রয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ এবং মুম্বই।

আরো পড়ুন- কাশ্মীরে ঘুরতে গিয়ে ‘হেনস্থা’র শিকার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

একে ‘নবীর সম্মান রক্ষার্থে লড়াই’ বলে চিঠিতে উল্লেখ করে লেখা হয়েছে, ‘যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব। তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। দিল্লি, মুম্বই, গুজরাত এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক।’

নবী মহম্মদকে নিয়ে বিজেপি নেতা-নেত্রীর মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে দেশ। এই মন্তব্যের প্রতিবাদে আরব দেশগুলি যে ভাবে সুর চড়া করেছে তাতে বেশ বিপাকে মোদী সরকার। বিতর্কিত মন্তব্যের জন্য নূপুর শর্মা এবং নবীনকুমার জিন্দালকে বিজেপি ‘শাস্তি’ দিলেও বিতর্ক থামেনি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে কুয়েত ভারতকে বয়কটের রাস্তা হাঁটার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে আল-কায়দার হুমকি নতুন করে মোদী সরকারের কপালে ভাঁজ ফেলল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর