'কাটমানি' নিয়ে তৃণমূলকে খোঁচা! বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের - Bangla Hunt

‘কাটমানি’ নিয়ে তৃণমূলকে খোঁচা! বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

By Bangla Hunt Desk - June 14, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত :– রবিবার নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন একশরও বেশি বাইক রেলি করে কৃষ্ণনগর সদর হাসপাতালের সামনে বিজেপি কার্যকর্তা ‘কেষ্ট পালের’ পার্টি অফিসে আসেন তিনি।

এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বহু তৃণমূল কর্মীকে বিজেপিতে যোগদান করতে দেখা যায়। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ ‘জগন্নাথ সরকার’, নদীয়া জেলার উত্তর ও দক্ষিণে দুই সভাপতি ‘আশুতোষ পাল’ ও ‘অশোক চক্রবর্তী’, উপস্থিত ছিলেন নদিয়া উত্তর (সাংগঠনিক) জেলার বলিষ্ঠ পদাধিকারী বিজেপি নেতা ‘অরূপ দাস’, এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভার প্রাক্তন সাংসদ তথা এশিয়ান গেমস এ স্বর্ণপদক জয়ী সদ্য বিজেপিতে যোগদানকারী ‘জ্যোতির্ময় সিকদার’ ও অন্যান্য বলিষ্ঠ নেতৃত্বরা।

এদিন সাংবাদিক সম্মেলন করে সোজাসাপটা ভাষায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান ” রাজ্য ও জেলায় যারা বিজেপিতে যোগদান করছেন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা সেই দায়-দায়িত্ব পালনে যথেষ্ট আগ্রহী হচ্ছেন। কিন্তু যারা দলের অভ্যন্তরে থেকে যারা অন্য দলের পা বাড়াচ্ছেন, তাদের বলছি ভারতীয় জনতা পার্টি একটি জাতীয় দল, জাতীয় কথা মাথায় রেখে এখানে সৌজন্যমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। তাই এখানে নো কাটমানি, নো চাঁদাচাদি, নো দাদাগিরি।
আমরা সব সময় এই বিষয়ের বিপক্ষে। তাই যারা এই সমস্ত করতে পারছেন না তারাই দলত্যাগ করছেন বলে জানান তিনি”। তিনি এদিন বলেন আগামী দিনে আমরা রাজধর্ম পালনের জন্য উদ্যোগী হয়েছি, আর সেটাই হলো আমাদের মূল লক্ষ্য।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর