নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক তরুণী! - Bangla Hunt

নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক তরুণী!

By Bangla Hunt Desk - July 06, 2020

বালুরঘাট : নৌকা করে নদী পার হওয়ার সময় আচমকাই মাঝ নদীতে নৌক থেকে ঝাপ এক তরুনীর। ঘটনার পর স্থানিওরা ওই নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ভরা বর্ষায় ফুলে ফেপে থাকা নদীর জলে নিমেষেই তলিয়ে যায় ওই তরুনী। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রঘুনাথ পুর এলাকার আত্রেয়ী নদীর খেয়া ঘাটে।খবর পেয়ে বালুরঘাট থানা থেকে পুলিশ গিয়ে তল্লাশি শুরু করলেও এখনও ওই তরুনীকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় সুত্রে জানা গেছে ত্রিশ বছর বয়ষ্ক ওই তরুনীর নাম ফুলমনী ঢঢোরিয়া। সম্ভবত সে মানসিক ভারসাম্যহীন, বাড়ি নদীর ওপারে কালিকাপুর গ্রামে।

স্থানীয় সূত্র থেকে আরো জানা যায় , আজ দুপুরে রঘুনাথপুর বাজার এলাকায় ওই মেয়েটিকে কিছুটা ভারসাম্যহীন ভাবে ঘুড়তে দেখা গেছে। সেখান থেকে কিছুক্ষন পরেই সে তার বাড়ি কালিকাপুর যাওয়ার জন্য খেয়াঘাটে এসে নৌকায় চাপে। নৌকাতেও তার আচরন অস্বাভাবিক ছিল। মাঝ নদীতে নৌকা গেলে আচমকাই সে নদীতে ঝাপ দেয়। নৌকার অনান্য যাত্রীদের চেচামেচিতে স্থানীয়রা ছুটে এসে তাকে বেশ কিছুটা ভেসে যেতে দেখে নৌকা নিয়েই উদ্ধারের চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপরেই তারা বালুরঘাট থানার পুলিশে খবর দিলে থানা থেকে পুলিশ এসে তদন্তে নামার পাশাপাশি উদ্ধার করার চেষ্টা করে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর