নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪ - Bangla Hunt

নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪

By Bangla Hunt Desk - March 12, 2023

বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নদিয়ার কালিগঞ্জ থানার পুলিস। সূত্র মারফৎ খবর পেয়ে গতকাল, রবিবার সন্ধ্যেবেলা কালিগঞ্জের পলাশী-রামনগর ঘাট এলাকায় পুলিস হানা দেয়। সেখানেই আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ ওই ৪ ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতরা হল তইব আলি শেখ, নিজামুদ্দিন শেখ, নজরুল ইসলাম ও উকিল শেখ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে, কার্তুজ সহ দুটি স্বয়ংক্রিয় পিস্তল, ম্যাগাজিন ও ১০ কেজি ওজনের বিস্ফোরক। দুষ্কৃতীরা যেই দু’টি মোটর বাইকে করে এসেছিল সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

আরো পড়ুন- হিন্দু মন্দিরে আক্রমণ বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজ

ধৃতরা একটি আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিস। তারা ওই অস্ত্র বিক্রির উদ্দেশ্যেই কালিগঞ্জে এসেছিল বলে জানতে পেরেছে পুলিস। অস্ত্র ও বিস্ফোরকগুলি হাত বদল করার সময়ই পুলিসের হাতে ধরা পড়ে যায় সকলে। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় বাইরের রাজ্য থেকে এই বিপুল অস্ত্র-শস্ত্র ঢোকার ঘটনায় স্বভাবতই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর