নতুন করে ৩৫৪ সংক্রমণ, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪২৫, মৃত ১১৪ - Bangla Hunt

নতুন করে ৩৫৪ সংক্রমণ, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪২৫, মৃত ১১৪

By Bangla Hunt Desk - April 07, 2020

করোনাভাইরাস সারাবিশ্বে মহামারী রূপ নিয়েছে। দিন দিন বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। পিছিয়ে নেই ভারতও। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৪ জনের শরীরে করোনা সংক্রমণের ঘটেছে এবং ৫ জনের মৃত্যু হয়েছে। এমন তথ্যই দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪২৫ জন, এবং মৃত ১১৪ জন। তেমনই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২৫ জন।

এই মুহূর্তে ভারতে করোনা সংক্রমণ স্টেজ ২ ও ৩ এর মাঝখানে রয়েছে। এই পরিস্থিতিতে কমিউনিটি ট্রানসমিশন এখনো শুরু হয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সংখ্যাটা যে দিন দিন বাড়বে তা বলাই বাহুল্য। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে আগামী দিনে লকডাউন তোলা সম্ভব হবে কিনা সে বিষয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে সোমবার স্বাস্থ্য মন্ত্রকে এক রিপোর্ট অনুযায়ী চিন্তা বাড়িয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে এক দিনেই ভারতে করানো আক্রান্ত সংখ্যা বেড়ে গিয়েছে ৭০৪। ২৪ ঘন্টায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর